বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে মানববন্ধন করে ছাত্র ফ্রন্ট

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে বেরোবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাখা। সোমবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক পবিত্র রমজান রায়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শোভন রহমান, রংপুর মহানগর ছাত্র ফ্রন্ট শাখার সভাপতি যুগেশ ত্রিপুরা, বেরোবি শাখার সভাপতি রীনা মুরমুসহ প্রমুখ।

কেন্দ্রীয় ছাত্র ফ্রন্ট কমিটির প্রচার সম্পাদক শোভন রহমান বলেন, ইতিহাসের সব বিজয় ছিনিয়ে এনেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভবিষ্যতেও বিজয় তারাই আনবেন। বিশ্ববিদ্যালয়গুলোয় এখন আর গবেষণার জন্য যে গণতান্ত্রিক পরিবেশ দরকার, সেই পরিবেশ আর নেই। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনকে দিন দিন খর্ব করা হচ্ছে। একশ্রেণির লোকেরা শিক্ষাপ্রতিষ্ঠানকে অন্যায়ের আখড়া হিসেবে গড়ে তুলেছে। বিশ্ববিদ্যালয়ের সব অনিয়মের বিরুদ্ধে ছাত্রসমাজকেই এগিয়ে আসতে হবে।

রংপুর জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি যুগেশ ত্রিপুরা বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র হয়রানি, ভর্তি জালিয়াতি, উপাচার্যর ধারাবাহিক অনুপস্থিতি, শিক্ষক নিয়োগে অনৈতিক পথ অবলম্বনসহ সব অনিয়মের প্রতিবাদ জানাচ্ছি। সব দুর্নীতি ও অন্যায়ের বিপক্ষে ছাত্র ফ্রন্ট অতীতে যেভাবে আন্দোলন গড়ে তুলেছিল, এখনো রাজপথে থাকবে।

এ ছাড়া বেরোবি ক্যাম্পাসসহ বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, যোগ করেন যুগেশ ত্রিপুরা।

এনএ