প্রথম উপাচার্য পেল কিশোরগঞ্জের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়
অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ/ ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ।
তাকে চার বছরের জন্য নিয়োগ দিয়ে সোমবার (২৪ জানুয়ারি) আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। আইন পাস হওয়ার পাঁচ মাস মাসের মাথায় বিশ্ববিদ্যালয়টিতে প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ দিল সরকার।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপাচার্য হিসেবে অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদের নিয়োগের মেয়াদ হবে চার বছর।
তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতি তথা বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এনএম/এফআর