বাংলাদেশ গণিত সমিতির কার্যকরী সংসদ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে রাত ১টার দিকে ফল ঘোষণা করা হয়।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩৭৫ ভোট। সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন। তিনি পেয়েছেন ২৬৫ ভোট।

৩৭০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মাদ বাবুল হাসান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি পেয়েছেন ২৭১ ভোট।

এছাড়া, কোষাধ্যক্ষ পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. অমূল্য চন্দ্র মণ্ডল, সহ-সভাপতি পদে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. হায়দার আলী বিশ্বাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মাহতাব উদ্দিন আহাম্মদ, উইলস লিটল ফ্লাওয়ার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম নির্বাচিত হন। যুগ্ম সম্পাদক পদে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রায়হানা তসলিম ও সহকারী সম্পাদক পদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ড. মোহাম্মদ হুমায়ূন কবীর নির্বাচিত হন।

সদস্য পদে নির্বাচিত হন বুয়েটের অধ্যাপক ড. মো. মনিরুল আলম সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শওকাত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. কুতুব উদ্দিন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ড. মো. শাহাদাত হোসেন, বুয়েটের অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, উত্তরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নুরুল আলম খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ড. বিষ্ণু পদ ঘোষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মো. আলী আকবর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবেদা সুলতানা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ড. প্রবীর কুমার ভট্টাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কল্যাণ কুমার দে।

প্রসঙ্গত, বাংলাদেশ গণিত সমিতি সারা দেশের গণিতবিদের একমাত্র সংগঠন। গণিত শিক্ষার উৎকর্ষ সাধন, গণিতকে জনপ্রিয় করা ও গণিত ভীতি দূর করা সমিতির প্রধান উদ্দেশ্য।

এইচআর/এসকেডি