ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনুষদগুলোর ডিন নির্বাচন আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন ১০টি অনুষদের ডিন নির্বাচন করা হবে।

রোববার (২ জানুয়ারি) থেকে প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন। এরই মধ্যে আজ (শনিবার) আওয়ামীপন্থী শিক্ষকদের নীল দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে এখনো চূড়ান্ত হয়নি বিএনপিপন্থী শিক্ষকদের সাদা দলের প্রার্থী। তবে তারাও অংশগ্রহণ করছেন এ নির্বাচনে।

নীল দলের মনোয়ন পেয়েছেন যারা

কলা অনুষদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবদুল বাছির, বিজনেস স্টাডিজ অনুষদে অধ্যাপক আব্দুল মঈন, বিজ্ঞান অনুষদে অধ্যাপক আব্দুস ছামাদ, আইন অনুষদে অধ্যাপক ড. রহমত উল্লাহ, ফার্মেসি অনুষদে সীতেশ চন্দ্র বাছার, জীব বিজ্ঞান অনুষদে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম মাহবুব হাসান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক হাফিজ মুহম্মদ হাসান বাবু, চারুকলা অনুষদে অধ্যাপক ড. নিসার হোসেন, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সস অনুষদে অধ্যাপক জিল্লুর রহমান মনোনয়ন পান।

এছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. সাদেকা হালিম ও অধ্যাপক ড. জিয়া রহমান সমান ভোট পাওয়ায় দুজনই মনোনয়ন জমা দেবেন।

এ বিষয়ে ঢাবির নীল দলের আহ্বায়ক অধ্যাপক আব্দুস ছামাদ বলেন, আজ নীল দলের এক সভায় ভোটের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে সামাজিক বিজ্ঞান অনুষদে দুইজন সমান ভোট পাওয়ায় এতে প্রার্থী চূড়ান্ত করা হয়নি। দুজনই মনোনয়ন পত্র জমা দেবেন।

সাদা দলের অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান ঢাকা পোস্টকে বলেন, সাদা দলও নির্বাচনে অংশগ্রহণ করবে। প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। কালকের মধ্যেই আমরা প্রার্থী চূড়ান্ত করব এবং প্রার্থীরা মনোয়নপত্র জমা দেবেন।

এইচআর/ওএফ