সাবেক মন্ত্রী ও বিএনপির স্থানীয় কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, নির্দলীয়-নিরপেক্ষ সরকার ছাড়া আমরা কোনো নির্বাচন হতে দেব না। দেশের জনগণ আজ অভুক্ত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ আজ দিশেহারা। এ সরকার সমাজটাকে কুলষিত করে দিয়েছে। সমাজের উঁচু থেকে নীচু পর্যন্ত সব জায়গায় দুর্নীতি ঘুষ এখন ওপেন সিক্রেট। ঘুষ না দিলে ফাইল নড়ে না। দ্রব্যমূল্য না কমালে মানুষ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহরের রাজবাড়ি রোডে নগর বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন দলের মহানগর কমিটির আহ্বায়ক সালাহ উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মহানগর বিএনপির সদস্য সচিব সোহরাব উদ্দিন।

সমাবেশ বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, মহানগর কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক শওকত হোসেন সরকার, মহানগর বিএনপি নেতা বশির আহমেদ বাচ্চু, আব্দুস সালাম, হান্নান মিয়া হান্নু, সুরুজ আহমেদ, জয়নাল আবেদীন তালুকদার প্রমুখ। উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সদস্য ওমর ফারুক সাফিন, ফরিদা আক্তার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইয়াসিন সরকার প্রমুখ।

সমাবেশে বক্তারা লাগামহীনভাবে দুব্যমূল্যের ঊর্ধ্বগতির তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন।

শিহাব খান/আরআই