তৌহিদুল আলম প্রত্যয়

হতাশায় আত্মহত্যা করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থী। তার নাম তৌহিদুল আলম প্রত্যয়। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলায়।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশের নতুন বাজার এলাকায় নিজ মেসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল।

প্রক্টর আবু হেনা পহিল বলেন, খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থল পরিদির্শন করেছেন। পুলিশও ঘটনাস্থলে এসেছে। প্রত্যয় কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। এর আগেও দুবার আত্মহত্যার চেষ্টা করেছিল প্রত্যয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আলমগীর কবীর বলেন, আমরা ধারণা করছি; ব্যক্তিগত হতাশার কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে তরুণ মেধাবী শিক্ষার্থী প্রত্যয়। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, আত্মহত্যা করা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে এটি আত্মহত্যা। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

এর আগে ২০২০ সালের ১ অক্টোবর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আছিয়া আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আছিয়া আক্তারের বাড়ি বগুড়া সদরের নামুজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মথুরা গ্রামে।

এএম