নাটোরের গুরুদাসপুর উপজেলায় এক কলেজছাত্রীকে অনৈতিক প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করার অভিযোগে কলেজের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ মার্চ) উপজেলার খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজ থেকে দুপুরের দিকে অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে জাকিরকে কলেজের কক্ষে তালা দিয়ে সকাল ১০টার দিকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। পরে অভিযোগকারী ছাত্রীর চাচা মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিভিন্ন সময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন চতুর্থ শ্রেণির কর্মচারী জাকির হোসেন। আজ সকালেও তাকে অনৈতিক প্রস্তাব দেন। ঘটনাটি অন্য শিক্ষার্থীরা জানতে পেরে কলেজে বিক্ষোভ শুরু করেন তারা। এক পর্যায়ে ইটপাটকেল ছুড়তে থাকেন বিক্ষুব্ধরা। এ সময় কলেজের একটি কক্ষে তালা মেরে অভিযুক্তকে অবরুদ্ধ করে রাখা হয়। 

পরে খবর পেয়ে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হেসেন ঘটনাস্থলে গিয়ে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে অভিযুক্ত জাকিরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র কলেজের সভাপতি মো. তমাল হোসেন ঢাকা পোস্টকে জানান, পরিস্থিতি শান্ত করতে তিনি কলেজে গিয়েছিলেন। কলেজ ক্যাম্পাসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। সুষ্ঠ তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাপস কুমার/আরআই