নারী দিবসে ময়মনসিংহে ব্যতিক্রমী শোভাযাত্রা
কেউ সাইকেলে, কেউবা মোটরবাইকে, আছে প্রাইভেটকারও, কেউ আবার স্কেটিংয়ে দাপিয়ে বেড়িয়েছেন সড়ক। তবে তাদের কেউই পুরুষ নন, সবাই নারী। এভাবেই নারী দিবসে ব্যতিক্রমী এক শোভাযাত্রা হয়েছে ময়মনসিংহে। মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে এ শোভাযাত্রার আয়োজন করে ময়মনসিংহ যুব নাগরিক সোসাইটি ও ময়মনসিংহ সিটি সাইক্লিস্ট।
নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে এ শোভাযাত্রার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক।
বিজ্ঞাপন
পরে শোভাযাত্রাটি সেখান থেকে শুরু হয়ে কাঁচিঝুলি মোড় থেকে টাউন হল, জিরোপয়েন্ট ঘুরে আবার উদ্যানের বৈশাখী মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
যুব নাগরিক সোসাইটির শুভ্র চক্রবর্তীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন- নারী নেত্রী সৈয়দা সেলিমা আজাদ, বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, বীর মুক্তিযোদ্ধা রেজিয়া খাতুন (বীরাঙ্গনা)। অনুষ্ঠান পরিচালনা করেন নারী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও যুব নাগরিক সোসাইটির সহসভাপতি শাহনাজ পারভীন শানু এবং সাধারণ সম্পাদক মতিউর রহমান ফয়সাল।
শাহনাজ পারভীন শানু বলেন, নারীরা যে এখন সবকিছুতেই পারদর্শী এবং সবক্ষেত্রে নারীদের অংশগ্রহণ রয়েছে, তা আমরা ব্যতিক্রমী এই শোভাযাত্রার মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছি। আমরা চাই নারীর প্রতি সহিংসতা কমুক এবং নারীরা যেন সাহসী হয়ে ওঠে।
তিনি আরও জানান, শোভাযাত্রায় নারী সাইক্লিস্ট, বাইক রাইডার, স্কেটার ও গাড়ি চালকসহ মোট ১১০ জন নারী অংশ নেয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল ক্লিপ আপ বাংলাদেশ, রেড ক্রিসেন্ট সোসাইটি, প্রলয় প্রডাকশন, রোলার স্কেটিং একাডেমি।
এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল ঢাকা পোস্ট।
উবায়দুল হক/আরআই