ডেকে নিয়ে হত্যায় দুজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামি
মোবাইলে ডেকে নিয়ে পাবনা শহরের পৈলানপুর মহল্লার বাসিন্দা রায়হান চৌধুরী ওরফে হীরা হত্যা মামলায় দুজনকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই মামলার রায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন বিচারক।
একই সঙ্গে চারজনকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শ্যাম সুন্দর এ রায় দেন।
বিজ্ঞাপন
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন পাবনা পৌর এলাকার পৈলানপুর মহল্লার মিজানুর রহমান ওরফে মিজান ও তার ছেলে তুষার রহমান। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন গোবিন্দা মহল্লার আব্দুর রশিদের ছেলে মাসুম হোসেন, কাচারিপাড়ার আজাহার আলীর ছেলে আরশেদ আলী ও পৈলানপুর মহল্লার মিজানুর রহমানের ছেলে মিশু হোসেন। রায়ের সময় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।
খালাসপ্রাপ্তরা হলেন পৈলানপুর মহল্লার মিজানুর রহমানের স্ত্রী চার্মি খাতুন, উজ্জল হোসেনের স্ত্রী পান্না বেগম, রওশন আলীর দুই ছেলে বকুল ও মুকুল।
বিজ্ঞাপন
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২৮ মে বিকেলে পৈলানপুরের বাড়ি থেকে মোবাইলে ডেকে নিয়ে রায়হান চৌধুরী ওরফে হীরাকে কুপিয়ে হত্যা করেন আসামিরা।
এ ঘটনায় হীরার বাবা আজাহার আলী পাবনা সদর থানায় নয়জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) হিফজুর আলম মুন্সী তদন্ত শেষে নয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পিপি মো. ইউসুফ আলী সরদার বলেন, ১২ বছর ধরে শুনানি হয়েছে মামলার। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার রায় দিয়েছেন বিচারক। এটি ঐতিহাসিক রায়। রায়ে সন্তোষ প্রকাশ করছি আমরা।
আসামিপক্ষের আইনজীবী সনৎ কুমার বাবু বলেন, আসামিদের আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে আপিল করা হবে। আশা করি, আপিলে খালাস পাবেন আসামিরা।
রাকিব হাসনাত/এএম