নারায়ণগঞ্জে নারী ইউপি সদস্য গুলিবিদ্ধ
নিলুফা বেগম
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নিলুফা বেগমকে গুলি করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে গোগনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পুরান সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ নিলুফা বেগমকে প্রথমে শহরের সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বিজ্ঞাপন
নিলুফা বেগমের বড় ভাই রহিম মুন্সী জানান, তার পায়ে গুলি লেগেছে। তাকে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
কারা গুলি করেছে জানতে চাইলে তিনি বলেন, এলাকাবাসী দেখেছে কারা সেখানে এসেছিল। যার হাতে অস্ত্র ছিল সেই গুলি করেছে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় কাঠপট্টি এলাকার কয়েকজনের সঙ্গে গুলিবিদ্ধ নারী ইউপি সদস্যের পরিবারের বিরোধ চলে আসছিল। সেই বিরোধে সকালে নিলুফার বাড়িতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন নিলুফা থামাতে গেলে তার পায়ে গুলি করে অপরপক্ষের একজন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, ঘটনাটি শোনার পরপরই আমরা সেখানে গিয়েছিলাম। কিন্তু ওই নারী ইউপি সদস্যকে পাওয়া যায়নি। বিবাদমান উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। কিন্তু নারী ইউপি সদস্যের গুলিবিদ্ধ হওয়ার তথ্য অভিযোগে নেই। আমরা তদন্ত করে বিষয়টির খোঁজ নিচ্ছি।
তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, একজন নারী গুলিবিদ্ধ অবস্থায় এসেছেন। তার নাম-পরিচয় জানায় চেষ্টা চলছে।
গোগনগরের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাজমা বেগম খোদেজা বলেন, শুনেছি গুলিবিদ্ধ হয়েছেন তিনি। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।
৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আওয়াল হোসেন বলেন, ঘটনা শুনে আমরা তার বাড়িতে গিয়েছিলাম, সেখানে তাকে পাইনি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শুনেছি তার পায়ে গুলি লেগেছে।
ইউনিয়ন পরিষদের সচিব মাহবুবু রহমান ভূঁইয়া বলেন, নিলুফা বেগমের গুলি লেগেছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে কী হয়েছে আমার জানা নেই।
রাজু আহমেদ/আরএআর