সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পানের ভাগ-বাঁটোয়ারা নিয়ে ঝগড়ার জেরে স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্ত্রী রিনা বেগম। এ অভিযোগে স্বামী আসকর আলীকে (৪৫) আটক করেছে পুলিশ।

এর আগে ১২ মার্চ উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের বসন্তপুর গ্রামে মারধরের ঘটনা ঘটলে আহত অবস্থায় রিনাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১২ মার্চ রাতে বসন্তপুর গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে আসকর আলীর প্রথম স্ত্রী রিনা বেগম (৪০) বাজার থেকে কিনে আনা পানের ভাগ-বাঁটোয়ারা নিয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়। এ নিয়ে স্বামী আসকর আলী ও রিনা বেগমের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রিনা বেগমকে পেটে লাথি ও মারধর করেন আসকর আলী।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, আসকর আলীর মারধরে তার প্রথম স্ত্রী রিনা বেগম আহত হলে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১১টায় রিনা বেগম মারা যান। এ ঘটনায় পরিবার থানায় অভিযোগ করলে আসকর আলীকে আটক করেছে।

সাইদুর রহমান আসাদ/এনএ