শ্রমিকের মরদেহ ঘিরে স্থানীয় মানুষের ভিড়

ট্রাকের হেলপারের অদক্ষতায় সাজু (২৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। 

সাজু দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মহিদুল ইসলামের ছেলে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে দর্শনা রেলচত্বরে ভারত থেকে আসা মালবাহী ট্রেন থেকে সাজুসহ কয়েকজন শ্রমিক মালামাল নামিয়ে অপর একটি ট্রাকে (ঢাকা মেট্রো ১৩-৫৩৪৩) ভর্তি করছিল। এ সময় হেলপার রিয়াদ ট্রাকটি পিছিয়ে নিতে যায়। ট্রাককে পেছনের দিকে নিতে গেলে ওয়াগনের সঙ্গে ধাক্কা লাগে। অসাবধানতাবশত থেমে থাকা মালবাহী ট্রেন ও ট্রাকের মাঝখানে পড়ে শ্রমিক সাজু ঘটনাস্থলেই নিহত হন।  

দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, বিষয়টি নিহত শ্রমিকের পরিবার ও ট্রাকের হেলপারের মধ্যে মীমাংসা হয়ে গেছে। পরে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই সাজুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আফজালুল হক/এসপি