মাগুরা জেলা ও দায়রা জজ আদালত

বিএনপি-জামায়াতসহ ২০ দলের অবরোধ চলাকালীন মাগুরায় পেট্রোল বোমা হামলার ঘটনায় করা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইসলামের আদালতে হাজির হয়ে জবানবন্দি দেন মামলার বাদী পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) আব্দুল সালাম।

জানা যায়, গত ২০১৫ সালের ২১ মার্চ সন্ধ্যায় মাগুরা-যশোর সড়কের মঘিরঢালে ট্রাকে পেট্রোলবোমা হামলার ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক, চালকের সহকারীসহ ৯ শ্রমিক অগ্নিদগ্ধ হন। তাদের প্রথমে মাগুরার সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতেই রওশন নামে এক শ্রমিকে মৃত্যু হয়।

পরবর্তীতে আরও চারজন মারা যায়। ঘটনার পর ২২ মার্চ মাগুরা সদর থানার এএসআই আব্দুল সালাম বাদী হয়ে মামলা করেন।
 
এ মামলায় বিএনপি-জামায়াতের নেতাসহ ২৩ জন আসামির বিচার কার্যক্রম আদালতে চলছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর কাজী এস্কেন্দার আজম বাবলু। এরমধ্যে রাসেল নামে এক শিশুর বিচার কার্যক্রম শিশু আদালতে চলছে বলে তিনি আরও জানান।

আসামিদের মধ্যে আলী আহমেদ মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক, জেলা জামায়াতের সাবেক আমিরআলমগীর হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহমেদ ও আকরামুল হক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মনোয়ার হোসেন খান, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি এমবি বাকের এবং সদর উপজলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সদর জামায়াতের আমির অধ্যাপক ফারুক হোসেন।

অ্যাডভোকেট কাজী এস্কেন্দার আজম বাবলু বলেন, বুধবার মামলার সাক্ষ্যগ্রহণ নির্ধারিত দিন ছিল। এ দিন মামলার বাদী এএসআই আব্দুল সালাম আদালতে হাজির হয়ে জবানবন্দি দিয়েছেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। এর মাধ্যমে মাগুরায় চাঞ্চল্যকর মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হল। আগামী ১০ মার্চ পরবর্তী সাক্ষ্যের দিন ধার্য হয়।

জালাল উদ্দিন হাককানী/এমএসআর