ময়মনসিংহে এক কিশোরীকে ধর্ষণচেষ্টার মামলায় রাজীব মিয়া (২১) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। রোববার (২০ মার্চ) রাতে নগরীর শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব। 

গ্রেপ্তার রাজিব মিয়া নগরীর চরঝাউগড়া এলাকার মিরাজ আলীর ছেলে। সোমবার (২১ মার্চ) র‌্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানি কমান্ডার মেজর আখের মুহাম্মদ জয় বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৬ ফেব্রুয়ারি নগরীর কেওয়াটখালী এলাকায় বাড়িতে পরিবারের কেউ না থাকার সুযোগে এক কিশোরীকে (১৪) ধর্ষণের চেষ্টা করে রাজিব। এ সময় ওই কিশোরী চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে।

এ ঘটনায় গত ৫ মার্চ কোতোয়ালি মডেল থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় পলাতক আসামি রাজিবকে ধরতে পুলিশের পাশাপাশি র‌্যাবের একটি টিমও মাঠে নামে। রোববার রাতে নগরীর শম্ভুগঞ্জ এলাকা থেকে রাজিবকে গ্রেপ্তারের পর আজ (সোমবার) দুপুরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

ধর্ষণচেষ্টার ওই মামলায় রাজিবকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ।

উবায়দুল হক/আরআই