এএসএম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় আগুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামে এএসএম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। 

এর আগে রাত ১০টা ৫ মিনিটে কারখানার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন ফায়ার সর্ভিসের কর্মীরা।

এদিকে আলমগীর হোসেন নামে ওই কারখানার এক শ্রমিক নিখোঁজ থাকায় তার স্বজনরা কারখানার প্রধান ফটকে অপেক্ষা করছেন। নিখোঁজ আলমগীরের বড় ভাই জাহাঙ্গীর বলেন, প্রতিদিনের মত আলমগীর বৃহস্পতিবার বাইসাইকেল যোগে বাড়ি থেকে কারখানায় আসে। সাইকেলটি কারখানার ফটকে পাওয়া গেলেও আলমগীরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কারখানা কর্তৃপক্ষও তাদের কোনো সহযোগিতা করছে না।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের এএসএম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় আগুন লাগে। আগুন লাগার পরপরই চারপাশ ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা সাড়ে পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

মিলটন খন্দকার/আরএআর