পঞ্চগড়ে অবৈধ ছয়টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর

পঞ্চগড়ে অনুমোদনহীন ও অবৈধ ছয়টি ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটা মালিকদের ৩১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার পঞ্চগড় সদর ও বোদা উপজেলার বিভিন্ন এলাকার ছয়টি ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন। 
 
জানা যায়, দুপুরে প্রথমে সদর উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিওবি ও এসআরবি নামে দুটি ইটভাটা গুঁড়িয়ে দেয়াসহ দুই মালিককে পাঁচ লাখ করে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। পরে একই ইউনিয়নের এলআরবি ও এসএসবি ইটভাটার মালিককে পাঁচ লাখ করে  ১০ লাখ টাকা ও বোদা উপজেলার সদর ইউনিয়নের ডিবি ইটভাটার মালিককে ছয় লাখ টাকা ও  এমএমএল ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। 

এ সময় পরিবেশ অধিদপ্তরের রংপুর জেলার উপ-পরিচালক মেজবাবুল আলম, সহ-পরিচালক ফারুক হোসেন, নমুনা সংগ্রহকারী শাহীন আলম, র‌্যাব-১৩ নীলফামারী ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার (সিনিয়র এএসপি) মুন্না বিশ্বাসসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পঞ্চগড় সদর ও বোদা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে লাইসেন্স না থাকা, কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইট তৈরি ও কৃষি জমিতে অবৈধভাবে ভাটা করে ইট পোড়ানোর দায়ে মোট ছয় ইটভাটাকে ৩১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

রনি মিয়াজী/আরএআর