ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নদ-নদীগুলোতে পানি বাড়ার ফলে কৃষকের ধানি জমি ডুবতে শুরু করেছে। এখন পর্যন্ত প্রায় ৫০ বিঘা ধানি জমি তলিয়েছে পানিতে। অকাল বন্যায় ফসল হারানোর ভয়ে কৃষকরা এখন আধাপাকা বোরো ধান কাটতে শুরু করেছেন।

পানি বৃদ্ধি অব্যাহত থাকলে হাওরের সব ধানি জমি পানিতে তলিয়ে যাবে বলে আসঙ্কা করছেন কৃষকরা।

কৃষি অফিসের তথ্য মতে, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জের নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নাসিরনগরের বিভিন্ন হাওর ও নদীতে পানি বেড়ে যায়। উপজেলার নাসিরপুর ও গোয়ালনগরে নদীর তীর ঘেঁষা নিচু জমিতে লাগনো ধান পানিতে তলিয়ে গেছে। সব মিলিয়ে প্রায় ৫০ বিঘা জমির ধান নষ্ট হয়েছে পানিতে।

নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ তারেক জানান, নদীর তীরবর্তী নিচু জমিগুলো পানিতে তলিয়ে যাওয়ায় ধান নষ্ট হয়েছে। উচু জমিগুলোতে পানি আসেনি। তবে পানি কমতে শুরু করেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় আনা হবে।

আজিজুল সঞ্চয়/আরআই