ভারতীয় ফেনসিডিলসহ আটক দুই মাদক ব্যবসায়ী

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের মধ্যবাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে  ১ হাজার ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার (২০ ডিসেম্বর) ভোররাতে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে ইমন হোসেন (২৫) ও একই নওদাপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মশিউর রহমান (২৪)।

হাকিমপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মধ্যবাসুদেবপুর এলাকায় অবস্থান নেয়। পরে রোববার ভোররাতে ১ হাজার ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সকালে তাদের আদালতে তোলা হবে। 

আরএআর