১৩০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ভারতীয় ফেনসিডিলসহ আটক দুই মাদক ব্যবসায়ী
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের মধ্যবাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার (২০ ডিসেম্বর) ভোররাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে ইমন হোসেন (২৫) ও একই নওদাপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মশিউর রহমান (২৪)।
বিজ্ঞাপন
হাকিমপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মধ্যবাসুদেবপুর এলাকায় অবস্থান নেয়। পরে রোববার ভোররাতে ১ হাজার ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সকালে তাদের আদালতে তোলা হবে।
বিজ্ঞাপন
আরএআর