ভ্যানচালকের কোলে চড়ে ইভিএমে ভোট দিলেন ৮০ বছরের বৃদ্ধ
প্রতিবেশীর কোলে চড়ে ইভিএমে ভোট দিলেন ৮০ বছরের বৃদ্ধ আব্দুল
৮০ বছরের বৃদ্ধ মো. আব্দুল হাঁটতে পারেন না। কানে শোনেন না। কথাও বলতে পারেন না। হুইলচেয়ার দিয়ে চলাফেরা করেন। কয়েকদিন আগে পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পাওয়ায় এখন হুইলচেয়ার দিয়েও চলতে পারেন না। এ অবস্থায় প্রতিবেশী ভ্যানচালকের কোলে চড়ে ভোট দিতে কেন্দ্রে এলেন এই বৃদ্ধ।
মো. আব্দুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জালমাছমারী গ্রামের বাসিন্দা। রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শিবগঞ্জ পৌরসভার জালমাছমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
বিজ্ঞাপন
প্রতিবেশী ভ্যানচালক সমিরুল ইসলামের কোলে চড়ে কেন্দ্রে এসে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়েছেন তিনি। ভোট দেওয়া শেষে কেন্দ্র থেকে বেরিয়ে হেসে দেন আব্দুল।
স্থানীয় সূত্র জানায়, অনেক আগেই মারা গেছেন মো. আব্দুলের স্ত্রী। তার দুই ছেলে বিদেশে থাকেন। বাড়িতে দুই পুত্রবধূ আছেন। বাড়িতে পুরুষ না থাকায় প্রতিবেশী ভ্যানচালকের কোলে চড়ে ভোটকেন্দ্রে আসেন তিনি।
বিজ্ঞাপন
ভ্যানচালক সমিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বয়সের ভারে হাঁটাচলা করতে পারেন না আব্দুল চাচা। তিনি আমার প্রতিবেশী। কেন্দ্রে যেতে না পারলেও ভোট দেওয়ার আগ্রহের কথা জানান আমাকে। বাড়ি থেকে ২৫০ মিটার দূরে ভোটকেন্দ্রে তাকে কোলে করে নিয়ে ভোট দিতে সহায়তা করলাম।
তিনি বলেন, আব্দুল চাচা কানে শোনেন না। কেন্দ্রে তাকে ভোট দিতে সহায়তা করেছেন ভোটকক্ষের দায়িত্বশীল ব্যক্তিরা। কথা বলতে না পারলেও ভোট দিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে হেসে দেন আব্দুল চাচা। ভোট দেওয়া শেষে তাকে কোলে করে আবার বাসায় পৌঁছে দিয়েছি।
শিবগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান বলেন, রোববার সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত জেলার ১৫ কেন্দ্রে ১৫৫টি ইভিএম মেশিনে ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপি ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী ছাড়াও নয় ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৩২ হাজার ৯৭৯ ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৪৩২ ও নারী ভোটার ১৬ হাজার ৫৪৭। প্রথমবারের মতো ইভিএমে ভোট দিয়েছেন এখানের ভোটাররা।
মো. জাহাঙ্গীর আলম/এএম