ভালোবাসা দিবসে প্রেমবিরোধী মিছিল
বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমবিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছে বগুড়া সিঙ্গেল কমিটি
বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমবিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছেন বগুড়া সিঙ্গেল কমিটির সদস্যরা। রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে মিছিল শেষে মানববন্ধন ও সমাবেশ করেন সিঙ্গেল কমিটির নেতৃবৃন্দ।
বগুড়া সিঙ্গেল কমিটির সভাপতি বখতিয়ার হোসেন জনির সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সিঙ্গেল কমিটির নেতারা বক্তব্য রাখেন।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, সারাদেশে এখন প্রেমের নামে নষ্টামি চলছে। একজন ছেলে-মেয়ে একাধিক সম্পর্কে জড়িয়ে রয়েছেন। ভালোবাসার নামে ছেলেখেলায় মেতেছেন তারা। ভালোবাসা পবিত্র। কিন্তু এখন প্রেমের নামে ভালোবাসাকে অপবিত্র করা হচ্ছে। এ বিষয়ে বগুড়ার প্রতিটি কলেজের শিক্ষার্থীদের সচেতন হওয়া জরুরি। লেখাপড়ার সময় প্রেমের সম্পর্কে জড়ানো উচিত নয় কারও।
সমাবেশে বক্তারা আরও বলেন, ভালোবাসা পবিত্র। তাই আজও আমরা সিঙ্গেল। আমাদের কমিটির সবাই ভালোবাসাকে পবিত্র মনে করে বলেই প্রেমের সম্পর্কে জড়াননি। অথচ এখনকার ছেলে-মেয়েরা একাধিক সম্পর্কে জড়িয়ে ভালোবাসাকে অপবিত্র করছেন। যারা একাধিক সম্পর্কে জড়িয়ে আছেন তাদের প্রতি ধিক্কার জানাই। আমরা সিঙ্গেল কেন প্রশাসনের কাছে জবাব চাই।
বিজ্ঞাপন
কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ রানার সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কমিটির সহসভাপতি সাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সদস্য পায়েল হাসান, আলফিজুর রহমান, জহুরুল ও রাসেল।
আজিজুল হক কলেজে মানববন্ধন শেষে মিছিল নিয়ে বগুড়া শহরের সাতমাথায় এসে আবারও মানববন্ধন ও সমাবেশ করেন সিঙ্গেল কমিটির সদস্যরা। সমাবেশ শেষে ভালোবাসার পবিত্রতা রক্ষায় মিষ্টি মুখ করে কর্মসূচি শেষ করেন তারা।
সাখাওয়াত হোসেন জনি/এএম