ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ অতিথিরা

নারায়ণগঞ্জে ৩ বছর ধরে অব্যবহৃত ৮ তলাবিশিষ্ট জুডিশিয়াল ভবনটিতে একটি হৃদরোগ হাসপাতাল প্রতিষ্ঠা করার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ৩ বছর আগে নির্মিত এই বহুতল ভবনটি তৈরির পর থেকেই খালি অবস্থায় পড়ে রয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট কোভিড হাসপাতাল পরিদর্শনকালে স্থানীয় এমপি শামীম ওসমানের দাবির পরিপ্রেক্ষিতে এমন আশ্বাস তিনি।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘করোনাভাইরাসের টিকার (ভ্যাকসিন) ব্যাপারে কোনো ধরনের সন্দেহ পোষণ না করে স্বাস্থ্যসুরক্ষার জন্য সবাইকে এই টিকা গ্রহণ করা উচিত।’

এর আগে নারায়ণগঞ্জে কুমুদিনি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড ক্যান্সার রিসার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী। ওই অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট কোভিড হাসপাতালে চিকিৎসা ও টিকা কার্যক্রম পরিদর্শনে যান।

হাসপাতালে গণমাধ্যমকর্মীদের প্রশ্নোত্তর পর্বে স্থানীয় এমপি শামীম ওসমান বলেন, ‘শহরের পুরান কোর্ট এলাকায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনটি ৩ বছর ধরে পড়ে আছে। ভবনটি নির্মাণে ৪০ থেকে ৫০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। জমির দামও প্রায় ৫০ কোটি টাকা হবে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘শামীম ওসমান যে ভবনের কথা বলেছেন সেটা আইন মন্ত্রণালয়ের অধীনে। যেহেতু সরকারের বিশাল অংকের টাকায় এই ভবনটি তৈরি হওয়ার পরেও অব্যবহৃত অবস্থায় রয়েছে তাই এই ব্যয়কে কাজে লাগনোই শ্রেয়। আমরা এ ব্যাপারে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছি। ভবনটি যদি নিতে পারি, তাহলে এখানে হার্টের হাসপাতাল করে দিতে চাই।’

নারায়ণগঞ্জে সম্প্রতি আইনমন্ত্রী আসলে গণমাধ্যমকর্মীরা বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেছিলেন, ‘যেকোনো একটা মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে ভবনটি হস্তান্তর করে দেবেন। আমরা চাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনটি হার্ট ইন্সটিটিউট হিসেবে গড়ে তোলা হোক। কারণ নারায়ণগঞ্জে হৃদরোগের কোনো সুচিকিৎসা নেই বললেই চলে।’

এই দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘ঢাকার পরেই আমার কাছে মনে হয় বৃহত্তর সিটি হচ্ছে নারায়ণগঞ্জ। অনেক ব্যবসাবাণিজ্য এখানে, লোকজনের বসবাসও বেশি। তাই চিকিৎসা ব্যবস্থা ভালো হওয়া প্রয়োজন।’

রাজু আহমেদ/এমএসআর