ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে দলের বর্ধিত সভায় কক্সবাজার-৪ আসনের (উখিয়া-টেকনাফ) সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদি আওয়ামী লীগের তিন নেতাকে বেধড়ক পেটানোর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা আওয়ামী লীগ। আগামী সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে ওই কমিটি।

শনিবার (২৩ এপ্রিল) টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পত্রে হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়। এছাড়া দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়।

পত্রে বলা হয়েছে, গত শুক্রবার (২২ এপ্রিল ২০২২) উপজেলা পরিষদ মিলনায়তনে টেকনাফ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় অনাকাঙ্ক্ষিতভাবে পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইউছুফ মনো, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. ইউছুফ ভুট্টো ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হককে শারীরিকভাবে নির্যাতন ও মারধর করা হয়।

এ ঘটনায় দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য উপজেলা আওয়ামী লীগ তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। এই কমিটি সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়।

সাইদুল ফরহাদ/এসপি