মেয়র নাজমুল আলম স্বপন

চাঁদপুরের কচুয়া পৌর নির্বাচনে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবাধ ও সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ইভিএমে ভোট দিয়েছেন ভোটাররা। 

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিস, জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

কচুয়া পৌরসভায় ১৯ হাজার ৯৯ ভোটারের মধ্যে ১১ হাজার ৯১৮ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে আট ভোট বাতিল হয়। ভোট কাস্টিংয়েরে হার ৬২ দশমিক ৪২ শতাংশ। তবে নির্বাচনে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি।

নির্বাচনে মেয়র পদে তিনজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আটজন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মেয়র পদে নৌকার প্রার্থী মো. নাজমুল আলম স্বপন ১০ হাজার ২১৫ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো কচুয়া পৌরসভার মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আহসান হাবীব প্রাঞ্জল ৯৯৫ ও ধানের শীষে হুমায়ুন কবির পেয়েছেন ৬৪৭ ভোট। 

এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর হলেন ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে জোহরা আক্তার, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে পারুল আক্তার এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে রোকেয়া বেগম।

পাশাপাশি ১ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম ৭২৭ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, ২ নম্বর ওয়ার্ডে তাজুল ইসলাম রাজু ৪৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, ৩ নম্বর ওয়ার্ডে মাহারুন আল মিলি ৪৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, ৪ নম্বর ওয়ার্ডে মো. জাহাঙ্গীর আলম ৩৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, ৫ নম্বর ওয়ার্ডে আমিনুল হক মিয়াজী ৫০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, ৬ নম্বর ওয়ার্ডে আব্দুল মান্নান ৫৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, ৭ নম্বর ওয়ার্ডে মো. কামাল হোসেন ৬০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, ৮ নম্বর ওয়ার্ডে মো. মাসুদ আলম ৭২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ও ৯ নম্বর ওয়ার্ডে আবুল খায়ের রুমি ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

শরীফুল ইসলাম/এএম