আমার স্ত্রীও আমাকে ভোট দিতে পারেনি : বিএনপি মেয়রপ্রার্থী
মিরকাদিম পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী মিজানুর রহমান/ ছবি: ঢাকা পোস্ট
মুন্সিগঞ্জের মিরকাদিম পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী মিজানুর রহমান অভিযোগ করেছেন, নির্বাচনে তার স্ত্রীও তাকে ভোট দিতে পারেননি।
রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকালের দিকে ভোট বর্জনের ঘোষণা দিয়ে রিকাবীবাজারের রামগোপালপুরে সাংবাদিকদের কাছে তিনি নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ করেন। তিনি বলেন, সকাল ৮টায় ভোট শুরু হওয়ার পরে এক থেকে দেড় ঘণ্টা সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়। কিন্তু, তারপরই শুরু হয় নানা অনিয়ম। বিভিন্ন কেন্দ্রে বাইরের লোকেরা ভোটারদের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে ভোট দিতে বাধ্য করেন।
বিজ্ঞাপন
বিএনপি মনোনীত এ প্রার্থী বলেন, আমার স্ত্রী হালিমা রহমান ও ছেলের বউ মিথিলাও আমাকে ভোট দিতে পারেনি। ভোট দিতে তারা নৈরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে গেলে বাইরের লোকেরা বুথের গোপন কক্ষে ঢুকে নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করেন। আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। আমি সহকারী রিটার্নিং কর্মকর্তাকে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছি। প্রশাসন এক কেন্দ্রের ভোটের পরিবেশ সুষ্ঠু করলেও আরেক কেন্দ্রে শুরু হয় অনিয়ম।
এদিকে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আরিফুল হক। তিনি বলেন, ভোট সুষ্ঠু হচ্ছে। তিনি আমাদের কাছে কোনো অভিযোগ করেননি।
বিজ্ঞাপন
এ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে ২০ হাজার ৫৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুস সালাম। বিএনপিপ্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৮৬৮ ভোট। এছাড়া মেয়রপ্রার্থী হিসেবে জাতীয় পার্টির (জাপা) খোন্দকার মোহাম্মদ হোসেন বেনু ৩৭০ ও স্বতন্ত্র প্রার্থী শহীদুল ইসলাম ১৭৭ ভোট পেয়েছেন।
একে/আরএইচ/এফআর