নৌকার রেকর্ড ভোটে ধানের শীষ পেল ৭৭৮
রেকর্ড ভোটে তাকজিল খলিফা মেয়র নির্বাচিত হয়েছেন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. তাকজিল খলিফা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলে তৃতীয়বারের মতো আখাউড়া পৌরসভার মেয়র পদে আসীন হলেন তাকজিল খলিফা। তিনি আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
বিজ্ঞাপন
মেয়র পদে লড়া চার প্রার্থীর মধ্যে নৌকা প্রতীকে তাকজিল খলিফা পেয়েছেন ১৫ হাজার ১৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে মো. জয়নাল আবেদীন আব্দু পেয়েছেন ৭৭৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. নুুরুল হক ভূঁইয়া নারিকেল গাছ প্রতীকে ৫৯৫ ভোট ও মো. শফিকুল ইসলাম মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ২১১ ভোট। যদিও শফিকুল কারচুপির অভিযোগে ভোটগ্রহণ চলাকালে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
সকাল ৮টা থেকে আখাউড়া পৌরসভার ১১ কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। আওয়ামী লীগের প্রার্থী ছাড়া বাকিসহ মেয়র প্রার্থীই ভোটে অনিয়মের অভিযোগ করেন।
বিজ্ঞাপন
এর মধ্যে সবকটি কেন্দ্রে মেয়র পদে ‘নৌকায় ওপেন ভোট’ দেওয়া এবং কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন তিন প্রার্থীই।
তবে আওয়ামী লীগের প্রার্থী তাকজিল খলিফার দাবি, নির্বাচনে পরাজয় জেনে কারচুপির অভিযোগ করে বিভ্রান্তি ছড়াচ্ছেন তিন প্রার্থী। তিনি নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে সাংবাদিকদের জানান।
আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পৌরসভায় ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ২৩০ ও নারী ভোটার ১৪ হাজার ৬৭৫ জন।
আজিজুল সঞ্চয়/এএম