চার মেয়র প্রার্থীর তিনজনই জামানত হারালেন
শফিকুল ইসলাম, জয়নাল আবেদীন আব্দু ও নুরুল হক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্রার্থীর মধ্যে তিন প্রার্থী তাদের জামানাত হারিয়েছেন। প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
জামানত হারানো মেয়র প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী মো. জয়নাল আবেদীন আব্দু ও স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম এবং মো. নুরুল হক ভূঁইয়া। এদের মধ্যে আব্দু ধানের শীষ প্রতীকে ৭৭৮ ভোট, শফিকুল মোবাইল ফোন প্রতীকে ২১১ ভোট ও নুরুল নারকেল গাছ প্রতীকে লড়ে পেয়েছেন ৫৯৫ ভোট।
বিজ্ঞাপন
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. তাকজিল খলিফা মেয়র পদে ১৫ হাজার ১৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আখাউড়া পৌরসভা নির্বাচনে ১৬ হাজার ৭৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে আটটি ভোট বাতিল করা হয়েছে। প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার বিধান রয়েছে। প্রদত্ত ভোটের হিসেবে আট ভাগের এক ভাগ ভোট দুই হাজারের কিছু বেশি। কিন্তু তিন প্রার্থীর কেউই প্রাপ্ত ভোটে হাজারের ঘর পেরুতে পারেননি। এর ফলে তাদের জামানত বাজেয়াপ্ত করছে নির্বাচন কমিশন।
বিজ্ঞাপন
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ওই তিন মেয়র প্রার্থী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত করা হচ্ছে।
উল্লেখ্য, আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পৌরসভার মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ২৩০ জন ও নারী ভোটার ১৪ হাজার ৬৭২ জন।
গত বছরের ২৮ ডিসেম্বর প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় ধাপে চলতি বছরের ১৬ জানুয়ারি ৬১ পৌরসভায় ও তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভায় নির্বাচন হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভায় নির্বাচন হবে।
তৃতীয় ধাপে আওয়ামী লীগের ৬৯ জন, বিএনপির ৯ জন ও স্বতন্ত্র ২৫ জন প্রার্থী মেয়র পদে বিজয়ী হয়েছেন। দলীয় প্রতীকে এ নির্বাচনে মেয়র পদে তৃতীয় ধাপে আওয়ামী লীগের ৪৬ জন, বিএনপির তিনজন ও স্বতন্ত্র ১৪ জন বিজয়ী হন।
দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির চারজন, জাতীয় পার্টির একজন, জাসদের একজন ও আটজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।
প্রথম ধাপে আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের মধ্যে ১৮ জন, বিএনপির ধানের শীষের দুইজন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।
আজিজুল সঞ্চয়/এসপি