আব্বাস আলী সুমন

সদ্যঘোষিত সিলেটের বিশ্বনাথ উপজেলা যুবদলের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্যের পদ থেকে পদত্যাগ করেছেন যুবদল নেতা আব্বাস আলী সুমন।

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি। সোমবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন আব্বাস আলী সুমন।

এর আগে রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিকদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পদত্যাগের বিষয়টি জানান তিনি। একই সঙ্গে দলের নেতাকর্মীসহ সবাইকে নিজের পদত্যাগের বিষয়টি জানিয়েছেন আব্বাস আলী সুমন।

সিলেট জেলা যুবদলের আওতাধীন ১৬টি পৌর-উপজেলায় নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। রোববার  জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু ও সদস্যসচিব মকসুদ আহমত স্বাক্ষরিত প্যাডে ১৬ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু।

অনুমোদিত কমিটিগুলো হলো বালাগঞ্জ উপজেলা ৫০ সদস্য বিশিষ্ট, গোয়াইনঘাট উপজেলায় ৪৭ সদস্য বিশিষ্ট, বিয়ানীবাজার (পৌর) ৩১ সদস্য বিশিষ্ট, সিলেট সদর উপজেলায় ৪৮ সদস্য বিশিষ্ট, ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৪১ সদস্য বিশিষ্ট, কানাইঘাট উপজেলায় ৪৩ সদস্য বিশিষ্ট, বিশ্বনাথ (পৌর) ৩১ সদস্য বিশিষ্ট, গোলাপগঞ্জ (পৌর) ২৩ সদস্য বিশিষ্ট, কানাইঘাট (পৌর) ৩১ সদস্য বিশিষ্ট, বিশ্বনাথ উপজেলায় ৪১ সদস্য বিশিষ্ট, জকিগঞ্জ উপজেলায় ৪১ সদস্য বিশিষ্ট, ব্য়িানীবাজার উপজেলায় ৪৭ সদস্য বিশিষ্ট, ওসমানীনগর উপজেলায় ৪১ সদস্য বিশিষ্ট, গোলপগঞ্জ উপজেলায় ৭১ সদস্য বিশিষ্ট, জৈন্তাপুর উপজেলায় ৪৩ সদস্য বিশিষ্ট ও কোম্পানীগঞ্জ উপজেলায় ৪৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।

তুহিন আহমেদ/এএম