গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাতের আঁধারে ইয়াছিন আলী (৬৫) নামে এক কৃষকের ৩০০ পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত আভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই কৃষক।

এর আগে বুধবার (২৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার দরবস্ত ইউনিয়নের পশ্চিম বগুলাগাড়ী এলাকায় গাছ কাটার এ ঘটনা ঘটে। 

কৃষক ইয়াছিন আলী জানান, দীর্ঘদিন থেকে ৫ বিঘা জমি বর্গা নিয়ে পেঁপের চাষ করে আসছি। এ বছরও বর্গা নিয়ে এসব জমিতে আড়াই লাখ টাকা খরচ করে পেঁপে গাছ লাগিয়েছি। কিন্তু প্রতিহিংসার বশবর্তী হয়ে রাতের আঁধারে আমার একমাত্র উপার্জনের এসব পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। 

এ ঘটনায় আমি গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত আভিযোগ দিয়েছি। আমি চাই পুলিশ যেন দুর্বৃত্তদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতার নিয়ে আসে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, পেঁপে গাছ কাটার ঘটনায় আভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

রিপন আকন্দ/আরআই