নোয়াখালীতে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত বেগমগঞ্জের চৌমুহনী বাজারের ইসলাম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নোয়াখালীর সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন মজুমদার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভাতে এখনও কাজ করছে। আগুন বড় হওয়ায় নেভাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
বিজ্ঞাপন
বাজারের ব্যবসায়ী মুনীম ফয়সাল ঢাকা পোস্টকে বলেন, ব্যাংক রোড, স্টেশন রোড, ইসলাম মার্কেট, হোসেন মার্কেটের শতাধিক দোকান আগুনে ভস্মীভূত হয়ে গেছে। সবার পথে বসার মতো অবস্থা।
সিএনজিচালক মো. সুজন ঢাকা পোস্টকে বলেন, জুতার দোকানের আগুন থেকে আগুন লাগতে পারে। ইফতারের পরপর আগুন লেগে চারপাশে ছড়িয়ে পড়ে। কোনোভাবেই আগুন নেভাতে পারেনি।
পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী উৎসুক জনতাকে সরিয়ে দিচ্ছে। আগুন নেভাতে সহায়তা করছে পুলিশ।
হাসিব আল আমিন/আরএআর