ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১ মে) দুপুরে জেলা শহরের সানশাইন এডুকেশন হোমে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’ এর উদ্যোগে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির।
বিজ্ঞাপন
সহায়ের সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক দিন দর্পণের নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনে সাধারণ সম্পাদক জুয়েল রহমান।
আলোচনা শেষে শতাধিক অসহায় পরিবারের মাঝে উপহার স্বরূপ ঈদসামগ্রী বিতরণ করা হয়। ঈদসামগ্রীর মধ্যে ছিল ৬ কেজি চাল, ১ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি চিনি এবং ২ প্যাকেট সেমাই।
বিজ্ঞাপন
আজিজুল সঞ্চয়/আরআই