সিরাজগঞ্জের মহাসড়ক ফাঁকা হতে শুরু করেছে। কমতে শুরু করেছে যানবাহনের চাপ। রোববার (১ মে) সন্ধ্যার পর সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ জেলার ৩৫ কিলোমিটার মহাসড়কের সকল রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও অনেক সময় রাস্তার অনেক অংশই ফাঁকা থাকছে। 

বিকেলের পর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ কমতে থাকে। বর্তমানে মহাসড়কের কোথাও যানজট, গাড়ির লম্বা লাইন কিংবা ধীরগতিও নেই। এর আগে ভোর থেকে দুপুর পর্যন্ত গাড়ির অত্যাধিক চাপে কিছুটা থেমে থেমে যানজট ছিল।
 
সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক রাত ৮টার দিকে ঢাকা পোস্টকে বলেন, শনিবার (৩০ এপ্রিল) গভীর রাত থেকে সকাল পর্যন্ত যানবাহনের অনেক বেশি চাপ ছিল। পরে দুপুর থেকে চাপ অনেকটা কমতে শুরু করে। এরপরে বিকেল থেকে মহাসড়কে গাড়ির চাপ নেই বললেই চলে। এখন পুরো মহাসড়কে যান চলাচল একদম স্বাভাবিক রয়েছে এবং মহাসড়ক অনেকটাই ফাঁকা হয়ে গেছে। যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক বিভাগ সচেষ্ট রয়েছে।
 
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান ঢাকা পোস্টকে বলেন, গত কয়েকদিনের তুলনায় গাড়ির চাপ অনেকটাই কমে গেছে। হাটিকুমরুল গোলচত্বর এলাকা অন্যান্য সময়ের মতো একদম স্বাভাবিক। নলকা সেতুর পশ্চিম পার থেকে মহাসড়কের অন্য রুটগুলো ফাঁকা হতে শুরু করেছে। মহাসড়ক স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 
 
শুভ কুমার ঘোষ/আরএআর