নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কৃষি জমির মাটি অবৈধভাবে কাটার দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ৪টি ট্রলি জব্দ করা হয়। 

রোববার (১ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোম্পানীগঞ্জের রামপুর, চরকাঁকড়া, চরফকিরা ও চরএলাহী ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা হচ্ছে। এতে গ্রামীণ জনপদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে মাটি কাটা ও মাটি কাটার কাজে ব্যবহৃত ৪টি ট্রলি জব্দসহ ৬টি মামলায় ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, অভিযোগের সত্যতা পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। তারা নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তিন ফসলি কৃষি জমির মাটি কেটে ইট ভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে একটি চক্র। অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে এই অভিযান চলবে।

হাসিব আল আমিন/আরআই