ঈদে কর্মস্থলমুখী যাত্রীদের অস্বাভাবিক চাপ বেড়েছে বরিশাল-কাঠালবাড়ি-মাওয়া রুটে। কাউন্টারে লাইন ধরে টিকিট সংগ্রহ করছেন যাত্রীরা। তারা বলছেন, দেড়-দুই ঘণ্টা অপেক্ষা করে তারপর টিকিট পাওয়া যাচ্ছে।

শুক্রবার (৬ মে) সকাল থেকেই বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে এই চিত্র দেখা গেছে।

মুন্সিগঞ্জগামী যাত্রী বাহাদুর বলেন, লঞ্চ বা কোচে যাতায়াতে দীর্ঘ সময় লাগে। এ জন্য ভাঙা ভাঙা পথে যাতায়াত আমাদের জন্য ভালো। বেলা ১১টায় এসে লাইনে দাঁড়িয়েছি। এখনো আমার সামনে একশর বেশি যাত্রী আছে। টিকিট পেতে এখনো ঘণ্টাখানেক লাগতে পারে।

আরেক যাত্রী সাবরিনা বলেন, এর আগে এত ভিড় ছিল না। আজই দেখলাম লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে হচ্ছে। রোদে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়ছি।

বরিশাল কাঠালবাড়ি মাওয়া রুটের বিএমএফ পরিবহনের ম্যানেজার নয়ন বলেন, যাত্রীদের চাপ সামলাতে এবং বিশৃঙ্খলা ঠেকাতে যাত্রীদের লাইনে দাঁড় করিয়ে টিকিট দেওয়া হচ্ছে। টিকিট আগের ভাড়া ৩০০ টাকা করেই রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, গত দুই দিন যাত্রীর এত চাপ ছিল না। আজ সকাল থেকে হঠাৎ করে চাপ বেড়ে গেছে। আমরা লাইন অনুসারে যাত্রীদের টিকিট দিচ্ছি।

সাধারণত যেসব গাড়ি মাওয়া রুটে চলাচল করে, তার চেয়ে অনেক বেশ গাড়ি যুক্ত করা হয়েছে। যাত্রী পূর্ণ হলেই গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে।

সৈয়দ মেহেদী হাসান/এনএ