বান্দরবানে ঢাকা পোস্টের উদ্বোধনে কেক কাটছেন অতিথিরা

বান্দরবানে শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ৩টায় ঢাকা পোস্টের আয়োজিত অনুষ্ঠান শুরু হয়।

এ সময় শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রা শেষে বান্দরবান বাজারের মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়

ঢাকা পোস্ট বান্দরবান প্রতিনিধি রিজভী রাহাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সময় টিভির বান্দরবান জেলা প্রতিনিধি বাসু দাশ, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি কৌশিক দাশ, চ্যানেল ২৪ বান্দরবান জেলা প্রতিনিধি ইয়াছিন হাকিম চৌধুরী, সমাজসেবক দীপক মিত্র, যুবলীগ নেতা রানা চৌধুরী, মোজাম্মদ রাশেদ, ছাত্রলীগ নেতা শুভ দাশ, জুনাইয়েদ হাসান।

আলোচনা সভায় বক্তারা ঢাকা পোস্টের শুভকামনা জানিয়ে বলেন, ঢাকা পোস্ট পাহাড়ের মানুষের কথা তুলে ধরবে। দেশের সচরাচর সাংবাদিকতার বাইরে বস্তুনিষ্ঠ ও ব্যতিক্রমি সংবাদ পাঠকের কাছে তুলে ধরার মাধ্যমে ঢাকা পোস্ট সাধারণ মানুষের আস্থার জায়গা অর্জনে সম্ভব হবে। ঢাকা পোস্ট সত্য সংবাদ তুলে ধরার মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

আলোচনা সভা শেষে কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা।

রিজভী রাহাত/এনএ