জয়পুরহাটের বিভিন্ন পর্যায়ের সংবাদ তুলে ধরবে ঢাকা পোস্ট
জয়পুরহাটে ঢাকা পোস্টের উদ্বোধন উপলক্ষে র্যালি বের করা হয় | ছবি : ঢাকা পোস্ট
জয়পুরহাটে আলোচনা সভা, কেক কাটা ও র্যালির মধ্য দিয়ে অনলাইন নিউজপোর্টাল ঢাকাপোস্ট.কম এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজা হাসান কেক কেটে ঢাকা পোস্টের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। সংবাদপত্র অনলাইন, ইলেকট্রনিক বা প্রিন্টভিত্তিক যাই হোক না কেন তা থেকে মানুষ তথ্য ও জ্ঞান পেয়ে থাকে। আমি আশা করছি ঢাকা পোস্ট অবশ্যই ভালো পর্যায়ে যাবে এবং জয়পুরহাটের বিভিন্ন পর্যায়ের সংবাদগুলো ঢাকা পোস্ট তুলে ধরবে। বর্তমানে মানুষ হাতের মুঠোয় অনলাইন মিডিয়ায় মাধ্যমে সকল খবর পাচ্ছে। ঢাকা পোস্টও এদিক দিয়ে এগিয়ে যাবে।
বিজ্ঞাপন
ঢাকা পোস্টের জয়পুরহাট জেলা প্রতিনিধি চম্পক কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোগাছী ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম রেজা, জয়পুরহাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল কুমার সরকার, মাছরাঙ্গা টিভির জেলা সংবাদদাতা মামুন হোসেন, দৈনিক প্রতিদিনের সংবাদ ও বার্তাবাজারের জেলা প্রতিনিধি মিলন রায়হান, স্থানীয় দৈনিক জয়পুরহাট খবরের বিশেষ প্রতিনিধি মিনহাজুর রহমান ছোটন প্রমুখ উপস্থিত ছিলেন।
চম্পক কুমার/আরএআর
বিজ্ঞাপন