কেক কেটে ঢাকা পোস্টের উদ্বোধন করেন অতিথিরা

নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস।

প্রধান অতিথি অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস বলেন, ‘গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। সাংবাদিকদের লেখার মাধ্যমে সমাজের সার্বিক বাস্তবচিত্র উঠে আসে। মানুষ ভালো-মন্দ জানতে পারে। বস্তুনিষ্ঠ সংবাদ ও সমাজের অন্যায়-অবিচারের চিত্র ঢাকা পোস্টকে তুলে ধরার আহ্বান জানান তিনি।’

ঢাকা পোস্টের নড়াইল জেলা প্রতিনিধি এসকে সুজয় বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার নবনির্বাচিত মেয়র আঞ্জুমান আরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চ্যানেল ২৪ ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিন, নড়াইল টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিডি নিউজের জেলা প্রতিনিধি মাহাবুর রশিদ লাভলু, বাংলাদেশ পোস্ট ও বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ, নড়াইল জেলা প্রেসক্লাবের সম্পাদক ৭১ টিভির জেলা প্রতিনিধি আজিজুল ইসলাম, দেশ টিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম বাবলু, একুশে টিভির জেলা প্রতিনিধি ফরহাদ খান, বণিক বার্তা ও বাংলা নিউজের জেলা প্রতিনিধি ইমরান হোসেন।

 ঢাকা পোস্টের উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রা

আরও উপস্থিত ছিলেন দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি কাজি আানিস, চ্যানেল এস জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক সংবাদ সারাদেশ সহসম্পাদক সজল খান, ভোরের পাতা জেলা প্রতিনিধি স্বপন কুমার দাস, ভোরের কাগজের জেলা প্রতিনিধি শুভ সরকার, নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক সৈয়দ খায়রুল আলম, দৈনিক কল্যাণ জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন তুহিন, গ্রামের কাগজের জেলা প্রতিনিধি আব্দুল কাদের, দৈনিক আমাদেন নতুন সময় জেলা প্রতিনিধি জিরু শেখ প্রমুখ।

বিশেষ অতিথি নবনির্বাচিত মেয়র আঞ্জুমান আরা ঢাকা পোষ্টের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, ভালো লেখনির মাধ্যমে অনলাইন নিউজ পোর্টালটি জনপ্রিয়তা লাভ করবে বলে আশা রাখি।
  
এসকে সুজয় বিশ্বাস/এমএসআর