টেলিভিশন সাংবাদিক ফোরামের অফিসে ঢাকা পোস্টের উদ্বোধনে কেক কাটছেন অতিথিরা

সাবেক এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান ও কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী বলেছেন, যেহেতু ঢাকা পোস্ট নামের একটি মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টালের আজ ঢাকায় শুভ উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সেই হিসাবে মুক্তিযুদ্ধের চেতনায় পত্রিকাটি যাত্রা শুরু করছে। আমি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। তিনি আরও বলেন, কুড়িগ্রামের নানা সমস্যা আর সম্ভাবনার কথা তুলে ধরবে ঢাকা পোস্ট।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম পৌর বাজারে অবস্থিত টেলিভিশন সাংবাদিক ফোরামের অফিসে এ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক এসএম ছানালাল বকসী, রামকৃষ্ণ আশ্রমের সভাপতি উদয় সংকর চক্রবর্তী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, ডিবিসি নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি ওয়াহিদুজ্জামান তুহিন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও চ্যানেল আই কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিক, প্রেসক্লাবের সেক্রেটারি আতাউর রহমান বিপ্লব।

এসএ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি বাদশাহ সৈকত, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিব, জিটিভির কুড়িগ্রাম প্রতিনিধি জাহিদুল ইসলাম, এটিএন নিউজ ও এটিএন বাংলার প্রতিনিধি ইউসুফ আলমগীর, দৈনিক আমার সংবাদ-এর কুড়িগ্রাম প্রতিনিধি ইমতে আহসান শিলু, বার্তা বাজার পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্ত, জাগো নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি মাসুদ রানাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
 
ঢাকা পোস্টের শুভ উদ্বোধন উপলক্ষে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব বলেন অনলাইন সংবাদমাধ্যমে ঢাকা পোস্ট একটি নতুন নাম যোগ হলো। আশা করি পত্রিকাটি গণমানুষের তথা কুড়িগ্রামের কথা তুলে ধরবে।

কুড়িগ্রাম সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও চ্যানেল আই কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিক বলেন, ঢাকা পোস্টের কুড়িগ্রাম প্রতিনিধির মাধ্যমে জেলার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরবে মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট, এই কামনাই করছি।

জুয়েল রানা/এনএ