দেশ ও জনগণের মুখপত্র হবে ঢাকা পোস্ট
সারাদেশের মতো নানা আয়োজনে গাজীপুরেও অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট-এর উদ্বোধনী অনুষ্ঠান
সারাদেশের মতো নানা আয়োজনে গাজীপুরেও অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কোরআন তিলাওয়াত, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর মহানগরের রাজবাড়ি সড়কের হাবিবুল্লাহ সরণিতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
স্থানীয় একটি মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র ফাবিদ নূরের কোরআন তিলাওয়াত শেষে ঢাকা পোস্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ঢাকা পোস্ট-এর গাজীপুর প্রতিনিধি মো. মিলটন খন্দকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জাকির হাসান, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভীন, গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান, গাজীপুর জেলা পরিষদের সদস্য রাশিদা খন্দকার, দৈনিক ইত্তেফাকের গাজীপুর প্রতিনিধি মো. মুজিবুর রহমান ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মো. খায়রুল ইসলাম প্রমুখ।
বিজ্ঞাপন
এতে আরও উপস্থিত ছিলেন দৈনিক মানবকণ্ঠের গাজীপুর প্রতিনিধি শামসুল হক ভূঁইয়া, প্রতিদিনের সংবাদের মো. হাসমত আলী, আমাদের কণ্ঠের মো. জহিরুল ইসলাম, স্থানীয় দৈনিক বাংলা ভূমি পত্রিকার সম্পাদক নজরুল ইসলাম আজহার, সাপ্তাহিক পিলসুজ পত্রিকার সম্পাদক আবু হানিফা, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক রফিক সরকার। এছাড়া আরও উপস্থিত ছিলেন গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ঢাকা পোস্ট-এর সার্বিক শুভকামনা জানিয়ে বলেন, ঢাকা পোস্ট দেশের একটি ব্যতিক্রমী নিউজ পোর্টাল হবে। যা দেশ ও জনগণের মুখপত্র হিসেবে কাজ করবে। দেশের নির্যাতিত গণমানুষের প্রিয় এবং উন্নয়নের মূলধারায় দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল হয়ে উঠবে ঢাকা পোস্ট।
মিলটন খন্দকার/এএম