কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট-এর উদ্বোধনী অনুষ্ঠান

সারাদেশের মতো কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দৈনিক যুগান্তরের কিশোরগঞ্জের ব্যুরো প্রধান ও যমুনা টেলিভিশনের রিপোর্টার এটিএম নিজাম।

ঢাকা পোস্ট-এর সাফল্য কামনা করে বক্তারা বলেন, ঢাকা পোস্ট-এর যাত্রা যেভাবে শুরু হয়েছে, তা দেখে মনে হচ্ছে গণমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করবে। ঢাকা পোস্ট হবে সমাজের প্রতিচ্ছবি।

তারা বলেন, আশা করছি বস্তুনিষ্ঠ, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে সংবাদ পরিবেশন করবে ঢাকা পোস্ট। যারা সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত তাদের মধ্যে থাকতে হবে ঐক্য। খবরে এমন সব লিখনি ও বিষয়বস্তু উপস্থাপন করতে হবে, যা দিয়ে সমাজের অবহেলিত মানুষের কথা উঠে আসবে। অপসাংবাদিকতা রোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা রাখি।

ঢাকা পোস্ট-এর জেলা প্রতিনিধি এসকে রাসেলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সময় টেলিভিশন ও জাগো নিউজের জেলা প্রতিনিধি নূর মোহাম্মদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি শাজাহান সাজু, মাইটিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন পলাশ, চ্যানেল২৪-এর জেলা প্রতিনিধি আলম ফয়সাল ও বিজয় টিভির জেলা প্রতিনিধি সরাফউদ্দিন জীবন প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পাট গবেষণা কেন্দ্রর বিজ্ঞানী কৃষিবিদ আবুল বাশার, নাট্যজন আতাউর রহমান খাঁন মিলন, দৈনিক অগ্রসরের জেলা প্রতিনিধি আল আমিন, দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি রিজিবুল হক সিদ্দিকী ইঞ্জিনিয়ার সাদ্দাম হোসেন প্রমুখ।

এসকে রাসেল/এএম