নারায়ণগঞ্জে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

‘সত্যের সাথে সন্ধি’ স্লোগানই বলে দিচ্ছে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট হবে সত্য প্রতিষ্ঠার অগ্রপথিক। আমাদের প্রত্যাশা সংবাদের পাশাপাশি সমাজের নানা অসংগতি তুলে ধরবে ঢাকা পোস্ট।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা পোস্ট-এর উদ্বোধনী অনুষ্ঠানে এমন প্রত্যাশা কথা জানিয়েছেন সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বেলা রানী সিংহ।

কলেজের অডিটরিয়াম কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সেহেল, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহসিন মিয়া, ক্রীড়া লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সামন হোসেন ও বন্দর প্রেস ক্লাবের সভাপতি কমল খান প্রমুখ।

অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম বলেন, দেশে পাঁচ হাজারের উপরে অনলাইন গণমাধ্যম আছে। কিন্তু যারা ঢাকা পোস্ট-এর সঙ্গে যুক্ত হয়েছেন তারা নিজ নিজ ভুবনে প্রতিভার স্বাক্ষর রেখেছেন। আমরা চাই হাজারো অনলাইনের ভিড়ে শীর্ষস্থান অর্জন করুক ঢাকা পোস্ট।

সাংবাদিক হাবিবুর রহমান বাদল বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক। সাংবাদিকরা সমাজের অন্যায়, অনিয়ম ও অত্যাচারের চিত্র জাতির কাছে তুলে ধরেন। আশা রাখব, ঢাকা পোস্ট সাদাকে সাদা, কালোকে কালো বলবে। তাহলেই ঢাকা পোস্ট জনপ্রিয় হবে।

রাজু আহমেদ/এএম