রূপগঞ্জে ঢাকা পোস্টের আনুষ্ঠানিক যাত্রা
রূপগঞ্জ প্রেসক্লাবে ঢাকা পোস্টের উদ্বোধনে কেক কাটছেন অতিথিরা
‘সত্যের সাথে সন্ধি’ স্লোগানে অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা পোস্ট’র আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কেক কাটা ও আনন্দ র্যালি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টায় রূপগঞ্জ প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় সাংবাদিকরা আলোচনা সভা শেষে কেক কাটার পর আনন্দ র্যালি সম্পন্ন করেছেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, কলামিস্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম।
বিজ্ঞাপন
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল ও রূপগঞ্জ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক সংবাদ পত্রিকার সহসম্পাদক মো. আলম হোসেন।
বিজ্ঞাপন
ঢাকা পোস্টের রূপগঞ্জ প্রতিনিধি মো. মাহবুবুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খলিল শিকদার, সাপ্তাহিক রূপকণ্ঠের নির্বাহী সম্পাদক ছাত্তার আলী সোহেল, সিনিয়র সাংবাদিক সুশীল সরকার, এশিয়ান টিভির জিএম শহীদ, জি টিভির আশিকুর রহমান হান্নান, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাছুম, বিশিষ্ট কবি ও সাংবাদিক মাহবুব আলম প্রিয়সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ঢাকা পোস্টের সার্বিক কল্যাণ ও সাফল্যময় অগ্রগতি কামনা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মো. মাহবুবুর রহমান ভূঁইয়া/এনএ