নরসিংদীতে ঢাকা পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন
নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা পোস্টের উদ্বোধনে কেক কাটছেন অতিথিরা
সারাদেশের মতো নরসিংদীতেও ঢাকা পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর।
কেক কাটা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকায় অনাথ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
আলোচনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বলেন, আধুনিক যুগে অনলাইন খুব গুরুত্বপূর্ণ মাধ্যম। কাগজে ছাপানো পত্রিকার চেয়েও সহজলভ্য এই অনলাইন। নতুন দিনে, নতুন সময়ে এর গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। এ ছাড়া ঢাকা পোস্টের সার্বিক সাফল্য কামনা করে এর সাথে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বিজ্ঞাপন
ঢাকা পোস্টের নরসিংদী জেলা প্রতিনিধি রাকিবুল ইসলামের সমন্বয়ে এ সময় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাঝহারুল পারভেজ মন্টি, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল, ইনডিপেনডেন্ট টেলিভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট আইয়ুব খান সরকার, অধ্যাপক ও সংস্কৃতিকর্মী নাজমুল আলম সোহাগ।
নরসিংদী মডেল কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান মহসিন সিকদার, চ্যানেল আই-এর নরসিংদী জেলা প্রতিনিধি সুমন রায়, আরটিভির নরসিংদী সংবাদদাতা লক্ষণ বর্মন প্রমুখ। এ ছাড়া অন্যান্য পত্রিকা ও টেলিভিশনের জেলা প্রতিনিধি, প্রথম আলো বন্ধুসভা, মুক্তধারা নাট্য সম্প্রদায়, নরসিংদী ব্লাড ডোনার ক্লাব, হিমু পরিবহনসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সব শুভাকাঙ্ক্ষী ও অতিথিদের মধ্যে নাশতা ও মিষ্টি বিতরণ করা হয়। সর্বশেষ নরসিংদী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অনাথ বয়স্ক ব্যক্তি ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
রাকিবুল ইসলাম/এনএ