সমাজকল্যাণের নামে কোনো মাহফিল হবে না : কাদের মির্জা
সংবাদ সম্মেলনে মেয়র আবদুল কাদের মির্জা
সমাজকল্যাণের নামে কোনো ওয়াজ মাহফিল কোম্পানীগঞ্জে হবে না বলে ঘোষণা দিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বসুরহাট পৌরসভার রুপালী চত্বরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, ‘মাদ্রাসার উন্নয়নের জন্য মাহফিল করলে অনুমতি পাবেন। মসজিদের জন্য মাহফিল করলে অনুমতি পাবেন কিন্তু সমাজকল্যাণের নামে কোনো ওয়াজ মাহফিল কোম্পানীগঞ্জে অনুমতি পাবেন না।’ এ সময় তিনি কন্ট্রাক্ট করে ওয়াজ করাকে ইসলামে নেই বলেও আখ্যা দেন।
বিজ্ঞাপন
কাদের মির্জা বলেন, ওয়াজ-নসিহতের প্রয়োজন আছে। কিন্তু ওয়াজ-নসিহতের নামে কন্ট্রাক্ট করে টাকা নেওয়া ইসলামে নেই। মহানবী (সা.) ছিলেন সব থেকে অসাম্প্রদায়িক মানুষ। আমি কোনো হুজুরকে স্বাভাবিক চলাচলে বাধা দিই নাই। আমার কোম্পানীগঞ্জে সবাই সমান।’
এ সময় তিনি আরও বলেন, ‘আগামীকাল (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণ হরতাল হবে। আপনারা সবাই নামাজ পড়ে চলে আসবেন।’
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত বুধবার রাতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ উপজেলা কোম্পানীগঞ্জের বড়রাজাপুর গ্রামের ছিদ্দিকিয়া নুরানি মাদ্রাসায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক কমিটির সহসভাপতি আবদুল কাদের মির্জা।
ওই মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে আবদুল কাদের মির্জা বক্তা ইউনুছ ও ইমরান হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরদিন তাদের ৫৪ ধারায় আটক দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ। শুনানি শেষে আদালত তাদেরকে জামিনে মুক্তি দেন।
আসিব আল আমিন/এমএসআর