তিন থানার এসআই পরিচয় দিয়ে জনতার হাতে ধরা
আটক সাব্বির
বগুড়ায় তিন থানার উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে ধরা পড়েছেন সাব্বির (৩২) নামে এক যুবক। তাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
রোববার (২০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শহরের সাতমাথা থেকে তাকে আটক করা হয়। আটক সুলতান মাহমুদ আল সাব্বির বগুড়ার নন্দীগ্রাম থানার কোহলী উত্তরপাড়ার আব্দুল হাকিমের ছেলে।
বিজ্ঞাপন
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বলেন, বগুড়ার কাহালু উপজেলার খাজলাল গ্রামে জনৈক ব্যক্তির বাড়িতে পারিবারিক ঝামেলা চলছে।
কয়েকদিন আগে একপক্ষের হয়ে কাহালু থানার এসআই পরিচয় দিয়ে হুমকি দিয়েছেন সাব্বির। প্রথমে নিজেকে কাহালু থানার এসআই, পরে জয়পুরহাট ও আশুলিয়া থানার এসআই বলে পরিচয় দেন তিনি। পরে তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। সাব্বিরকে আটক করে সদর থানায় নেয়া হয়েছে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ২টার দিকে হঠাৎ ধর ধর বলে আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন মেরিনা মার্কেট এলাকা থেকে সাব্বিরকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, আটক ভুয়া এসআই সাব্বির সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এএম