প্রধানমন্ত্রীর কারণে দেশের নারীরা আজ স্বাবলম্বী
পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম মোহন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারীর ক্ষমতায়নের কারণে আজ নারী নেতৃত্ব বিশ্ব দরবারে প্রশংসিত। তার কারণে দেশের নারীরা স্বাবলম্বী হয়েছেন এবং তাদের কর্মসংস্থান বেড়েছে।
শুক্রবার (৩ জুন) বেলা ১১টার দিকে চাঁদপুরের মতলব দক্ষিণের কাশিমপুর পূরণ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৩ বছরে প্রতিটি বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা বেড়েছে। নারীর ক্ষমতায়ন বেড়েছে। আজ জনশক্তি রপ্তানি ও কর্মসংস্থান সৃষ্টিতে সফল বাংলাদেশ।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ছেলে-মেয়েদের খাবারের দিকে নজর দিবেন। বেশি করে শাক-সবজি, দুধ ও ডিম খেতে দিবেন। তাহলে তাদের মেধার বিকাশ ঘটবে। সন্তানদের টেকনিক্যাল লেখাপড়ার দিকে বিশেষ নজর দিতে হবে। অনেক ক্ষেত্রে টেকনিক্যাল পদে চাকরির জন্য লোক খুঁজে পাওয়া যায় না।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন রুহুল বলেন, আমি নির্বাচনের আগে আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি সংসদ সদস্য হলে কোনো চাঁদাবাজি, ইয়াবা কারবারি থাকবে না। আপনারা বিগত দিনে দেখেছেন, আমি এরকম চিহ্নিতদের কোনো সুযোগ সুবিধা দেইনি। আগে যারা সন্ত্রাসী কার্যকলাপ করেছে তাদের কোন জায়গা আমার কাছে নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, শিক্ষক ও অভিভাবকদের অন্ধের ভূমিকায় না থেকে ছেলে-মেয়েদের কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখতে হবে। নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বী নারী সমাজ গঠনে এলাকায় বাল্য বিবাহ বন্ধে প্রথমে আপনাদেরই পদক্ষেপ নিতে হবে।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বিল্লাল হোসেন প্রধানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন, এএসপি ইয়াসির আরাফাত, ভাইস চেয়ারম্যান মুবিন সুজন প্রমুখ।
আইএসএইচ