স্বামীর ব্লেডে ক্ষতবিক্ষত স্ত্রী
সাভারের আশুলিয়ায় স্বামীর নির্যাতনের শিকার স্ত্রী
সাভারের আশুলিয়ায় স্বামীর নির্যাতনে গুরুতর জখম হয়ে মারুফা আক্তার (২৫) নামের এক গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সারাশরীরে ব্লেডের আঘাতের চিহ্ন রয়েছে।
রবিবার (২০ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী মারুফার বাবা গোলাম মোস্তফা। বিয়ের পর থেকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল স্বামী শেখ সাদী আজাদ।
বিজ্ঞাপন
জানা গেছে, ভুক্তভোগী নারী সাভারের কান্দি ভাকুর্তা গ্রামের গোলাম মোস্তফার মেয়ে। প্রায় ৬ বছর আগে কুটুরিয়ার ধলপুর এলাকার আব্দুর রহমানের ছেলে শেখ সাদী আজাদের সঙ্গে বিয়ে হয় মারুফার।
ভুক্তভোগীর বাবা গোলাম মোস্তফা বলেন, বেশ কিছুদিন ধরেই তার মেয়েকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল শেখ সাদী। সর্বশেষ গত ১৫ ডিসেম্বর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। সামান্য কারণে চড়াও হয়ে ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঁচড় দেয়।
বিজ্ঞাপন
চিকিৎসার জন্য প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে কী কারণে নির্যাতন করা হয়েছে জানতে চাইলে ভুক্তভোগীর বাবা বলেন, মেয়ে সামান্য সুস্থ হলেই থানায় অভিযোগসহ সব কিছু জানাব।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ এখনও পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এমএসআর