রাজশাহীতে সোয়া ৪ কোটি টাকার হেরোইন উদ্ধার
আটক কামরুল ও রনি
রাজশাহীতে ৪ কোটি ১৮ লাখ টাকা মূল্যের ৪ কেজি ১৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।
রোববার (২০ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে রাজশাহী কোর্ট স্টেশন এলাকা থেকে হেরোইনের এই বিপুল চালান জব্দ করে র্যাব।
বিজ্ঞাপন
আটকরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচক এলাকার কামরুল ইসলাম (৫০) ও তার সহযোগী রাজশাহী নগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকার গোলাম গাউসের ছেলে ওমর শরীফ রনি (৩০)।
রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে র্যাব-৫। র্যাব জানায়, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে র্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ওই দুজনকে আটক করে। ওই সময় তাদের কাছ থেকে ৩৯টি প্যাকেটে ৪ কেজি ১৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
র্যাবের ভাষ্য মতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এ নিয়ে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে র্যাব।
এসপি