জেলার ম্যাপ

নাটোরে সকালে হাঁটতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় বিষ্ণুপদ পাল নামে এক পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে শহরের বড় হরিশপুর শ্মশানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য বিষ্ণুপদ পাল নাটোর পুলিশ লাইন্সে এটিএসআই পদে কর্মরত ছিলেন।

পুলিশ লাইন্সের আরআই রমজান আলী খান ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সোমবার সকালে হাঁটতে বের হন ওই পুলিশ সদস্য। এ সময় হরিশপুর শ্মশানঘাটের ৫০ মিটার আগে তাকে কোনো দ্রুতগামী যান চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নাটোর কোর্ট ইন্সপেক্টর আমিনুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বিষ্ণুপদ পাল কোর্ট পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সকালে হেঁটে কোর্টে যাচ্ছিলেন। সেখান থেকে হ্যান্ডকাফসহ প্রয়োজনীয় সামগ্রী তার নেওয়ার কথা।

তাপস কুমার/এসপি