থমথমে কোম্পানীগঞ্জ
কোম্পানীগঞ্জে ১৪৪ ধারা জারির পর থমথমে অবস্থা বিরাজ করছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় ১৪৪ ধারা জারি করায় থমথমে পরিবেশ বিরাজ করছে। বসুরহাটে সোমবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর।
সোমবার সকাল ৯টায় কোম্পানীগঞ্জ শহর ঘুরে দেখা গেছে, শহরের দোকানপাট বন্ধ। বাস টার্মিনাল থেকে দূরপাল্লার যান চলাচল স্বাভাবিকের থেকে অনেক কম। পৌরসভার বিভিন্ন রাস্তায় গাছের গুঁড়ি ফেলা রাখা হয়েছে। তবে সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। পৌর শহর ও বাস টার্মিনাল এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
এদিকে নাশকতা ঠেকাতে পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থান ও মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানা পুলিশের কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল ঢাকা পোস্টকে বলেন, সকাল ৯টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থান ও মোড়সমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তারা সর্তক অবস্থানে রয়েছে।
বিজ্ঞাপন
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, গতকাল সারারাত ককটেল বিস্ফোরণের শব্দে ঘুমাতে পারিনি। অজানা আতঙ্ক বিরাজ করছে। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা চাই সুস্থ পরিবেশ বজায় থাকুক।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর বলেন, আবদুল কাদের মির্জা ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সোমবার বসুরহাটে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং জনগণের জানমালের নিরাপত্তায় পুরো পৌরসভা এলাকায় আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় সব ধরনের সভা-সমাবেশ এই এলাকায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে
মেয়র আব্দুল কাদের মির্জা ঢাকা পোস্টকে বলেন, আমি পার্টি অফিসে অবস্থান নিয়েছি। গতকাল রাতে ট্রাক মোটরসাইকেলে একরাম-নিজাম হাজারী অস্ত্র পাঠিয়েছে। কোম্পানীগঞ্জে কোনো মায়ের বুক খালি হলে এর দায় ওবায়দুল কাদেরকে দিতে হবে।
হাসিব আল আমিন/এসপি