আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ২৬টি গরু নিয়ে কুমিল্লার চাঁন্দপুর হাটে এসেছেন বগুড়ার শেরপুরের খামারি হযরত মিয়া। এখন পর্যন্ত একটিও গরু বিক্রি না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন তিনি।

বৃহস্পতিবার (৭ জুলাই) কুমিল্লার চাঁন্দপুর পশুর হাটে ঢাকা পোস্টের সঙ্গে কথা হয় হযরত মিয়ার। তিনি ঢাকা পোস্টকে বলেন, দুদিন হলো এখানে এসেছি, এখন পর্যন্ত একটিও গরু বিক্রি হয়নি। গত বছরও আমি বগুড়া থেকে গরু নিয়ে এই হাটে এসেছিলাম। সেবারও ১৭টি গরু নিয়ে এসেছিলাম, সবগুলোই বিক্রি হয়েছিল। 

কিন্তু এবার ব্যতিক্রম চিত্র। ক্রেতা নেই। যে দুয়েকজন ক্রেতা আসে, বলা দামের সঙ্গে গরুর দামের মিল হয় না। ৩ লাখ টাকা মূল্যের গরু দাম বলে ২ লাখ। একটি গরুতে কি ১ লাখ টাকা লাভ হয়? 

খামারি হযরত মিয়া বলেন, নিজের এলাকায়ও চেষ্টা করেছিলাম, একটি গরুও বিক্রি করতে পারিনি। তাই কুমিল্লার চাঁন্দপুর হাটে এসেছি, গতবারের মতো ভালো বিক্রির আশায়।

ক্রেতা কম থাকায় হতাশ হযরত মিয়া বলেন, গত বছর এ সময়ে বেশ কিছু গরু বিক্রি করেছি। কিন্তু এবার একটিও বিক্রি হয়নি। ঈদের আরও ৩ দিন আছে, দেখি নসিবে কী হয়।

এমএএস